ঊচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে প্রতিস্টিত হয় ১৯৯০ সনে। ১৯৯৭ সাল হতে বি,এ বি,এস,এস, বি, কম ও বি এস,সি এবং ২০১৪ ইং হতে রাষ্ট্র বিজ্ঞান ও বাংলা বিষয়ে সম্মান কোর্স চালু হয় ।
কানাইঘাটের গনমানুষের দাবীর প্রেক্ষিতে জনাব সিরাজুল ইসলামের আহবানে ১৯৬৮ সনে কলেজটি প্রতিস্টার চেস্টা করেও তখন সফলকাম হন নি। পরিশেষে কানাইঘাট ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে কানাইঘাট টিডিসি হলে এক সভায় জনাব আবুল কাহের চৌধুরি কে সভাপতি করে ও জনাব সিরাজুল ইসলাম কে সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট কলেজ নির্বাহী কমিটি প্রতিস্টা করা হয়। উল্লেখ্য জনাব সিরাজুল ইসলাম প্রতিস্টাতা অধ্যক্ষ হিসাবে কোন বেতন না নিয়ে ১৯৯৬-২০১০ সাল পর্যন্ত নিস্টার সাথে দায়িত্ব পালন করে অবসরে চলে যান ।
উচ্চ মাধ্যমিক - ৮৫৪ জন
ডিগ্রী পাস - ৫৭০ জন
সম্মান - ১৪৬ জন
১৫ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা কমিটি আছে ।
মেধা অনুসারে উক্ত কলেজ প্রতি ০৫ জন ছাত্র-ছাত্রিকে শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।
এই প্রতিস্টানের অনেক ছাত্র-ছাত্রী উক্ত প্রতিস্টানে অধ্যায়ন সমাপ্ত করে নিজ নিজ কর্মক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পুরোপুরি সরকারী করন সহ সকল বিষয়ে অনার্স মাস্টার্স চালু করা সময়ের দাবি।
কানাইঘাট ডিগ্রী কলেজ
কনাইঘাট উপজেলা, সিলেট
মোবাইল নং - ০১৭১৪৩৩৫৫৫৭ (অধ্যক্ষ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস