Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মন্দির

 

 

অত্র উপজেলায় মন্দিরের সংখ্যা ৩৩ টি

 

১। খাসেরা গ্রামের মন্দির রয়েছে।

২। ব্রাহ্মণগ্রাম শ্রী তাপস রঞ্জন পুরকাস্থ এর বাড়ীতে মন্দির রয়েছে।

৩। আকাশমল্লিক গ্রামে মন্দির রয়েছে।

৪। কোনাগ্রামে ম্দির রয়েছে।

৫। মঙ্গলপুর গ্রামে রয়েছে।

৬। দউদপুর, বিখ্যাত কালীগঞ্জ বাজারের দ্ষিন পাশে কালী ম্দির অবস্থিত আরো ও অন্যান্য জায়গায় অবস্থিত রয়েছে।

 

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে প্রায় ২০টি মন্দির আছে। মন্দির গুলো বিশিরভাগ ৩নং ওয়ার্ডে অবস্থিত। মন্দির গুলো  দেখতে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত। মন্দির  দেখার জন্য অনেক দর্শনার্থী আসেন এবং মন্দির দর্শন করেন।

 

১নং বারহাল ইউনিয়সে মন্দির আছে মোট: ৪টি

 

জকিগঞ্জ ইউনিয়নে ৫টি মন্দির আছে।

 

বারঠাকুরী ইউনিয়নে মন্দির ১১টি

 

খলাছড়ায় ০৭ টি মন্দির রয়েছে

০১। শেখপাড়া মন্দির।

 

০২। সমাদি মন্দির দুপড়িরপার।

০৩। খলাছড়া মন্দির।

০৪। শ্রী শ্রী গেৌরাঙ্গ মহা প্রভু মন্দির,দুপড়িরপার।

০৫। সমাদি মন্দির,সদরপুর।

০৬। শ্মাসি বাবার মুন্দর,হলদিরপার।

০৭।শ্রী শ্রী গেৌরাঙ্গ মহা প্রভু মন্দির,হলদিরপার।

 

কসকনকপুর ইউনিয়নে ০৬ টি মন্দির রয়েছে