আজ থেকে অনেক বছর আগে অর্থাৎ 1916 ইং সালে এই মালী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় টি প্রতিস্টিত হয় ।
কানইঘাট উপজেলার অন্তর্গত 5 নং বড়চতুল ইউনিয়নে 7 নং ওয়ার্ডে এই বিদ্যালয়ের অবস্থান।বিদ্যালয়টি অনেক উন্নত ,যার ফলে প্রতি বৎসর ভাল ফল লাভ করে।
1916 সালে প্রতিষ্টিত এই বিদ্যালয়টি প্রথমে কাচা ঘর ছিল যার ফলে ছাত্র ছাত্রীদের খুব কষ্ট হত। এবং ছাত্র ছাত্রীর সংখ্যা ও কম ছিল আস্থে আস্থে এর মান বৃদ্ধি পাওয়ায় নতুন ভবন হয় এবং ছাত্র ছাত্রীর সংখ্যা ও বৃদ্ধি পায়
শ্রেণী ভিভীক ছাত্র ছাত্রীর সংখ্যা
প্রথম শ্রেণী=120
দ্বীতিয় শ্রেণী=162
তৃতীয় ম্রেণী=142
চতুর্থ মশ্রণী=103
পঞ্চম শ্রেণী=101
বর্তমান পরিচালনা কমিটিতে সদস্য সংখ্যা 12 জণ।
প্রায় 100%
বিদ্যালয়ের ভবিষ্যত পরিকল্পনা আরো ভাল ববিষ্যতে বিদ্যালয়টি আরো ভাল ফর করবেএবং 8 ম ম্রেণী পর্যন্ত উন্নিত করণ।
উপজেলা থেকে 5 নং বড়চতুল ইউনিয়নে যাওয়ার পথে হাতের ডান তীরে উত্তর দিকে 2/3 কিঃ মি দূরে এই স্কুল অবস্থিত।রাস্থার দারে হওয়ার ফলে যোগাযোগ ব্যাবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস