বাঙলাদেশ জাতীয় পোর্টাল ফ্রেমোর্য়াক এর শুভ উদ্ভোধন উপলক্ষে কানাইঘাট উপজেলায় ২৭-০২-১২ ইঙ তারিখ হইতে এক বিশেষ কম্পিউটার ট্রেনিঙ এর ব্যবস্থা করা হয়েছে। উক্ত ট্রেনিঙ এ সভাপতির আসনে উপস্থিত আছেন উপজেলার মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়। উক্ত ট্রেনিঙ এর কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন জায়গা থেকে আগত ইন্সট্রাক্টরগণ এসে বিশেষভাবে ট্রেনিঙ কাজ পরিচালনা করেছেন।এতে কর্মকর্তা ো কর্মচারীবৃন্দ দক্ষতা সম্পন্ন হচ্ছে এবঙ সমৃদ্ধশালী কর্মী গড়ে তোলা সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে ডিজিটাল বাঙলাদেশ গড়ার স্বপ্ন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস