Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

জনাব মিনিস্টার আব্দুস সালাম (১৯২৮-১৯৯১)

লোকেল বোর্ডঃ আব্দুস সালাম মিনিস্টার ১৯৩৭ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত উত্তর সিলেট লোকাল বোর্ডের নির্বাচিত সদস্য ছিলেন।

রাজস্ব মন্ত্রিঃ ১৯৫৪ সালে তিনি সিলেট জেলা মুস্লিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৬২ সালে তিনি সিলেট ৫ আসন থকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং প্রাদেশিক সরকারের রাজস্ব ও ভুমি মন্ত্রী নিযুক্ত হন । ১৯৭৬ সালে তিনি বাংলাদেশ মুসলিম লীগ সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ছিলেন

শেষ কথাঃ আব্দুস সালাম ছিলেন বন্ধুসুলভ,সদালাপি ও হাসিখুশি মনের লোক। তিনি ছিলেন পরোপকারী স্বভাবের লোক। লোকে তাকে সে কালের দাতা হাজী মহসিন নামে চিনতো 

 

জনাব ফজলুর রহমান (১৯২৩-২০০১)

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেইন সিলেটের মাটি ও মানুষের শিকড় সন্ধানী গবেষক লেখক জনাব ফজলুর রহমান। তিনি কনাইঘাট উপজেলার ০৬নং কানাইঘাট ইউনিয়ন এ অবস্থিত ছোটদেশ গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর রচিত সিলেটের বিভিন্ন ইতিহাস ও গবেষনাধর্মী বই জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়- তন্মধ্যে উল্লেখ্য কিছু ব- সিলেটের মাটি ও মানুষ, আলোকিত সিলেট, মা-মাটি ও মানুষ ইত্যাদি।

 

জনাব আল্লামা মোশাহিদ বায়মপুরি (রঃ) (১৯০৭-১৯৭০)

কানাইঘাট উপজেলায় অবস্থিত বিখ্যাত অতি পুরনো কওমি মাদ্রসা কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস এর প্রতিস্টাতা ছিলেন আল্লামা মোশাহিদ বায়মপুরি (রঃ) তিনি কানাইঘাটের আলেম সমাজের উজ্জ্বল নক্কত্র হিসাবে সবার কাছে সমান ভাবে পরিচিত। এই মহান মানুষের জীবন অনেক অলৌকিক ঘটনা ঘটেছিলো, তন্মধ্যে উল্লখযুগ্য হলো- পবিত্র কাবা শরীফের ইমামের পিছনে নামাজরত অবস্থায় লোকমা প্রদান করা, সাউদি সরকার তাঁর এ লোকমা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তাঁহাকে চ্যালেঞ্জ করলে তিনি পবিত্র কোরান শরীফ সামনে এসে নিয়ে ইমামের পড়ার ভুল ধরিয়ে দিলে তিনি চ্যালেঞ্জে জিতে যান।

 

আলেম উলামার অঞ্চল নামে খ্যাত কানাইঘাট উপজেলার অনেক আলেম উলামার নাম এখানে শ্রদ্ধা ভরে তুলে ধরা হলো। যাদের জীবনে অনেক অনেক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটেছিলো । সঙ্কিপ্ত আকারে তুলে ধরার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, যাদের অনেকে ইতিমধ্যে ইহোলক ত্যাগ করেছেন.........

হজরত মাওঃ শাহ ইব্রাহিম তশনা (০৬নং কানাইঘাট, ভাটিদিহি)

আল্লামা আব্দুল বারি পীর সাহেব (০৭নং কানাইঘাট, গড়াইগ্রাম)

মাওঃ আব্দুরহিম (০৮নং ঝিঙ্গাবাড়ী, ঝিঙ্গাবাড়ী)

মাওঃ হাবিবুল্লাহ (০৮নং ঝিঙ্গাবাড়ী, ঝিঙ্গাবাড়ী)

মাওঃ মোহাম্মদ ইব্রাহিম (০৮নং ঝিঙ্গাবাড়ী, ঝিঙ্গাবাড়ী)

মাওঃ আব্দুল আজিজ (০৮নং ঝিঙ্গাবাড়ী, ঝিঙ্গাবাড়ী)

মাওঃ ফজলে হক (০৮নং ঝিঙ্গাবাড়ী, নারাইনপুর) 

মাওঃ হরমুজ উল্লাহ (০৮নং ঝিঙ্গাবাড়ী, নারাইনপুর)

মাওঃ নিসার আলী (০৮নং ঝিঙ্গাবাড়ী, ঝিঙ্গাবাড়ী) 

মাওঃ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব (০৭নং দক্ষিন বানিগ্রাম, ছত্রপুর)

মাওঃ আব্দুস স্মাদ বানিগ্রামি (০৭নং দক্ষিন বানিগ্রাম,বানিগ্রাম)