যুব উন্নয়ন অফিসঃ-
১। প্রাতিষ্ঠানিকঃ- যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষিত উপজেলার যেকোন যুবক ও যুব মহিলা ২০,০০০/= টাকা থেকে
৭০,০০০/= টাকা যুব ঋণ প্রদান করা হয়।
২। অপ্রাতিষ্ঠানিকঃ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষিত উপজেলার যেকোন যুবক ও যুব মহিলা ১০,০০০/= টাকা থেকে
৪০,০০০/= টাকা যুব ঋণ প্রদান করা হয়।
এখানে উলেস্নখ্য যে, আবেদনকারীকে নিজ অর্থায়নে ২০% প্রকল্পের কাজ আবেদনের পূর্বে শেষ করতে হবে।
পল্লী উন্নয়ন অফিসঃ-
প্রতিষ্ঠানের নির্ধারিত সমিতি/দলের সিদ্ধামত্মসহ ইউআরডিও বরাবর আবেদন করতে হবে।
১। আবর্তক ঋণ : আবর্তক(কৃষি) ঋণের জন্য ঋণ উপ-কমিটি ও উপজেলা ঋণ অনুমোদন কমিটির সিদ্ধানের আলোকে ইউআরডিও ঋণ
অনুমোদনের জন্য উপপরিচালক, বিআরডিবি বরাবর সুপারিশ প্রেরণ করবেন। উপপরিচালক অনুমোদন দিলে
ইউআরডিও/এআরডিও ঋণ গ্রহীতাদের হাতে টাকা হসত্মামত্মর করবেন।
২। সোনালী ব্যাংক ঋণ : ঋণ উপ-কমিটি ও ইউসিসিএ’র ব্যবস্থাপনা কমিটির সিদ্ধামেত্মর আলোকে উপপরিচালকের ছাড়পত্র ও ব্যাংক কর্তৃক
অনুমোদনের পর ইউআরডিও/ এআরডিও ঋণ গ্রহীতাদের হাতে টাকা হসত্মামত্মরর করবেন।
৩। নিজস্ব তহবিল ঋণ : ঋণ উপ-কমিটি ও ইউসিসিএ’র ব্যবস্থাপনা কমিটির সিদ্ধামেত্মর আলোকে ইউআরডিও ঋণ অনুমোদনের জন্য
উপপরিচালক, বিআরডিবি বরাবর সুপারিশ প্রেরণ করবেন।
উপপরিচালক অনুমোদন দিলে ইউআরডিও/এআরডিও ঋণ গ্রহীতাদের হাতে টাকা হসত্মামত্মরর করবেন।
৪। সদাবিক/পদাবিক ঋণ : ঋণ উপ-কমিটি ও উপজেলা ঋণ অনুমোদন কমিটির সিদ্ধামেত্মর আলোকে
ইউআরডিও ঋণ/এআরডিও ঋণ গ্রহীতাদের হাতে টাকা হসত্মামত্মরর করবেন(প্রকল্প ২টি সদর উপজেলায় নেই।।
৫। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের ঋণ : উপজেলা ঋণ অনুমোদন কমিটির সিদ্ধামেত্মর আলোকে
ইউআরডিও এবং ইউএনও ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
৬। পলস্নী প্রগতি প্রকল্প ঋণ : ঋণ উপ-কমিটি ও উপজেলা ঋণ অনুমোদন কমিটির সিদ্ধামেত্মর আলোকে
ইউআরডিও এবং ইউএনও ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS